বাগমারায় নারীর রক্তাক্ত লাশ উদ্ধার, স্বামী পলাতক
রাজশাহীর বাগমারায় কল্পনা বিবি (৩২) নামের এক নারীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকালে উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের পাইকপাড়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। কল্পনা বিবির মাথায় জখম ছিল। সকাল থেকে তাঁর স্বামী আসমান আলী পলাতক আছেন।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহমেদ এ তথ্য নিশ্চিত করে জানান, কল্পনা বিবি আসমান আলীর দ্বিতীয় স্ত্রী ছিলেন। আটবছর আগে বিয়ে হলেও তাঁদের কোন সন্তান ছিল না। বাড়িতে শুধু কল্পনা ও আসমান থাকতেন। রোববার সকালে বাড়িতে সাড়াশব্দ না পেয়ে কল্পনার খোঁজ করতে যান প্রতিবেশীরা। এ সময় তাঁর রক্তমাখা লাশ দেখে তাঁরা পুলিশে খবর দেন।
ওসি জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হচ্ছে। তাঁর স্বামী পলাতক আছেন। ধারণা করা হচ্ছে মাথায় ধারালো অস্ত্রের আঘাতে কল্পনার মৃত্যু হয়েছে। এ নিয়ে থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

অনলাইন ডেস্ক