সিরাজগঞ্জে বজ্রপাতে নিহত ২
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় বজ্রপাতে ২ কৃষক নিহত হয়েছেন এবং এক নারী আহত হয়েছেন।
রবিবার বিকাল ৩টার দিকে কায়েমপুর ইউনিয়নের ব্রজবালা লেদুরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, লেদুরপাড়া গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে সোহেল রানা (৪২) ও আলম মিয়ার ছেলে জাহিদুল ইসলাম (২৫)। আহত নারী হলেন, আলম হোসেনের স্ত্রী ফুর্তি খাতুন (২৬)।
জানা যায়, ঘটনার দিন বিকালে তারা বাড়ির অদূরে মাঠে ধান কাটার কাজ করছিলেন। হঠাৎ ঝড় ও বৃষ্টিপাত শুরু হয়। তখন পাশের একটি শ্যালো মেশিন ঘরে গিয়ে আশ্রয় নেয় তারা। এ সময় হঠাৎ প্রচণ্ড শব্দে বজ্রপাত হয়। বজ্রপাতের আঘাতে ৩ জনই গুরুতর আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সোহেল রানা ও আলম হোসেনের মৃত্যু হয়। আহত ফুর্তি খাতুনকে চিকিৎসা দেওয়ার পর তিনি এখন সুস্থ আছেন।
শাহজাদপুর থানার ওসি শাহিদ মাহমুদ জানান, এ ঘটনায় কোন অভিযোগ না থাকায় থানায় একটি জিডি রেকর্ড করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. শামসুজ্জোহা বলেন, ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের ত্রাণ তহবিল থেকে নিহতদের পরিবারকে নগদ ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে।

অনলাইন ডেস্ক