বঙ্গবন্ধু কাপ ফুটবলে চ্যাম্পিয়ন কিশোরগঞ্জ সদর ইউনিয়ন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ-১৭) ২০২১ ফাইনাল খেলায় কিশোরগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের ফুটবল দল ২-১ গোলে চ্যাম্পিয়ন হয়েছে। আজ সোমবার বিকালে কিশোরগঞ্জ স্টেডিয়াম মাঠে কিশোরগঞ্জ সদর ইউনিয়ন বনাম মাগুড়া ইউনিয়ন দল ফাইনাল খেলায় অংশগ্রহণ করে।
খেলা শুরু হওয়ার ১৫ মিনিটের মধ্যে ১০ নম্বর চার্সি পরিহিত স্টাইকার আল আমিনের গোলে কিশোরগঞ্জ সদর ইউনিয়ন ১ গোলে এগিয়ে যায়। বিরতির পর একই খেলোয়ারের আরও ১টি গোল দেয়ায় কিশোরগঞ্জ সদর ইউনিয়ন ২ গোলে এগিয়ে থাকে। অন্যদিকে মাগুড়া ইউনিয়নের খেলোয়াররা গোল সমতায় ফিরতে মরিয়া হয়ে নৈপন্য প্রদর্শন করে। এসময় মাগুড়া ইউনিয়ন দলের পক্ষে ১টি গোল দেয়ায় খেলাটি গড়ায় ২-১ গোলে। খেলার শেষ পর্যন্ত সমতায় ফিরতে মাগুড়া ইউনিয়ন ফুটবল দলের খেলোয়রা মরিয়া হয়ে উঠলেও শেষ হাসিটা হাসে কিশোরগঞ্জ ইউনিয়ন ফুটবল দলের খেলোয়রারা। ২-১ গোলে কিশোরগঞ্জ সদর ইউনিয়ন ফুটবল দল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ-১৭) ২০২১ এর চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রোকসানা বেগমের সভাপত্বি সমাপন ও পুরস্কার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রাকিবুজ্জামান, নীলফামারী-৪ আসনের সংসদ সদস্যের প্রতিনিধি ও উপজেলা জাপার আহ্বায়ক রেজাউল আলম স্বপন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ জাকির হোসেন বাবুল, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার তুষার কান্তি রায়, অফিসার ইনচার্জ (তদন্ত) এস এম শরিফ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাবুল হোসেন, কিশোরগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম আজম প্রমুখ। পরে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রোকসানা বেগম ট্রফি তুলে দেন পরাজিত ও চ্যাম্পিয়ন দলকে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এ টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়।

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি