পঞ্চগড়ে বিশ্ব দুগ্ধ দিবস পালিত
‘প্রতিদিন এক গ্লাস দুধ পান করুন, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করুন’ এই প্রতিপাদ্য নিয়ে গতকাল মঙ্গলবার পঞ্চগড়ে বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন প্রাণিসম্পদ অধিদপ্তরের আওতায় বাস্তবায়নাধীন প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)’র সহযোগিতায় দিবসটি পালন করা হয়।
দিবসটি উপলক্ষে জেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিন। জেলা প্রশাসকের সম্মেলন ক থেকে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাদ জাহান।
জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. আব্দুল মজিদ আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন। অন্যান্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মিজানুর রহমান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আকতারুজ্জামান, জেলা শিক্ষা অফিসার শাহীন আকতার, পঞ্চগড় প্রেসকাবের সভাপতি সফিকুল আলম সফিক, জ্যেষ্ঠ সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ বক্তব্য দেন।
এসময় দুগ্ধখামারীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সংযুক্ত ছিলেন। পরে পঞ্চগড় সরকারি শিশু সদনের শিশুদের মধ্যে দুগ্ধ ও টি শার্ট বিতরণ করা হয়। এসময় সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক অনিরুদ্ধ রায় উপস্থিত ছিলেন।

পঞ্চগড় প্রতিনিধি