প্রকাশিত : ২ জুন, ২০২১ ১৪:৫৯

পঞ্চগড়ে দেড় লক্ষাধিক শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে দেড় লক্ষাধিক শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে

আগামী ৫ জুন থেকে ১৯ জুন পর্যন্ত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অংশ হিসেবে পঞ্চগড় জেলায় এক লাখ ৫৩ হাজার ৫৯৬ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর উদ্যোগ নিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।

জেলার পাঁচটি উপজেলার এক হাজার ৭৭টি কেন্দ্রে ৬-১১ মাস বয়সী ১৭ হাজার ৩১৭ জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী এক লাখ ৩৬ হাজার ২৭৯ জন শিশুকে একটি করে উচ্চ মতা সম্পন্ন লাল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

বুধবার সকালে পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. ফজলুর রহমান সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

সভায় জেলা তথ্য অফিসার মো. আব্দুল আল মামুন কাওসার শেখ, জেলা ইপিআই সুপারভাইজার হাসিবুর রহমান শাহ লাবু, পঞ্চগড় প্রেসক্লাবের সাধরণ সম্পাদক সাইফুল আলম বাবু, জ্যেষ্ঠ সাংবাদিক শহীদুল ইসলাম শহীদসহ জেলা পর্যায়ে কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

 

উপরে