পঞ্চগড় সদর উপজেলায় চ্যাম্পিয়ন ধাক্কামারা ইউপি দল
পঞ্চগড় সদর উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের (অনূর্ধ্ব-১৭) বালক দলের চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে পঞ্চগড় মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ধাক্কামারা ইউপি দল ৭-১ গোলে অমরখানা ইউনিয়ন পরিষদ দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। উপজেলার ১০টি ইউনিয়ন দলের অংশগ্রহণে এই টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাদ জাহান। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) আমিনুুল ইসলাম, ভাইস চেয়ারম্যান কাজী আল তারিক, জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকার, ধাক্কামারা ইউপি চেয়ারম্যান মো. আওরঙ্গজেব, অমরখানা ইউপি চেয়ারম্যান মো. নুরুজ্জামান নুরু ও জ্যেষ্ঠ সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ বক্তব্য দেন। টুর্ণামেন্টের সমন্বকারী সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আওলাদ হোসেন বাবু অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
টুর্ণামেন্টে সর্বোচ্চ গোলদাতা হিসেবে বিজয়ী দলের লালন শাহ, ম্যান অব দ্যা ফাইনাল হিসেবে বিজয়ী দলের ছনিল হক এবং ম্যান অব দ্যা ম্যাচ হিসেবে রানার আপ দলের জাহাঙ্গীর আলম ট্রফি প্রদান করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতা ও পৃষ্ঠপোষকতায় এই টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়।

পঞ্চগড় প্রতিনিধি