বগুড়ায় এসএমএস না পেলেও ৩ জুন করোনার টিকা গ্রহণ করা যাবে
করোনা ভাইরাসের প্রথম ডোজের টিকা গ্রহণের ৫৬ দিন অতিক্রম যাদের হয়েছে তাদের ৩জুন বৃহস্পতিবার এসএমএস না পেলেও টিকা প্রদান করা হবে। এসএমএস (ক্ষুদেবার্তা) সার্ভার ডাউন বা ত্রুটিজনতি কারণে এসএমএস প্রদান করা যায়নি। এসএমএস না পেলেও ৫৬ দিন অতিক্রম হয়েছে বা করোনা ভাইরাসে থেকে সেরে ওঠার ২৮ দিন পার হয়েছে এমন ব্যক্তি ৩ জুন টিকা গ্রহণ করতে পারবেন। দ্বিতীয় জোড প্রদান
বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের আওতায় বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং বগুড়া পুলিশ লাইন্স হাসপাতালে এ টিকা প্রদান করা হবে।
বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সামির হোসেন জানান, সাময়িকভাবে এসএমএস প্রেরণের সার্ভার বিঘ্ন ঘটায় এসএমএস প্রেরণ করা যায়নি। সে কারণে নিয়ম মাফিক যাদের এসএমএস পাওয়ার কথা ছিল তারা পায়নি। এসএমএস না পেলেও টিকা গ্রহণের সময় সীমা ৫৬ দিন পার হলে ৩জুন টিকা গ্রহণ করতে পারবে বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের আওতায় থাকা তিনিটি কেন্দ্রে। পরবর্তী টিকা গ্রহণের তারিখ আবারো জানানো হবে।

ষ্টাফ রিপোর্টার