প্রকাশিত : ৫ জুন, ২০২১ ১৫:৩০

পঞ্চগড়ে দিনব্যাপী প্রাণীসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে দিনব্যাপী প্রাণীসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

পঞ্চগড়ে দিনব্যাপী প্রাণীসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার পঞ্চগড় সদর উপজেলা পরিষদ মাঠে ওই প্রদর্শনীর আয়োজন করে সদর উপজেলা প্রানীসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতাল।

দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফ হোসেন। সদর উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডা. মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী আল তারিক, মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াসমিন ও সদর উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইসমাইল হোসেন।

ভেটেরিনারি সার্জন ডা. মরিয়ম রহমানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য দেন জ্যেষ্ঠ সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ, জেলা পরিষদ সদস্য মুনির হোসেন প্রমূখ। বিকেলে প্রদর্শনী শেষে সেরা তিন খামারীর হাতে পুরস্কারের চেক হস্তান্তর করা হয়। পুরস্কারপ্রাপ্ত খামারীরা হলেন-প্রথম পঞ্চগড় পৌর এলাকার জালাসি এলাকার আবুল কাশেম (দুগ্ধ), দ্বিতীয় হাড়িভাসা ইউনিয়নের মনির হোসেন (ষাড়) এবং তৃতীয় অমরখানা ইউনিয়নের বাসনা খাতুন (দুগ্ধ)।

 

উপরে