প্রকাশিত : ৫ জুন, ২০২১ ১৫:৪১

পঞ্চগড়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো শুরু

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো শুরু

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অংশ হিসেবে পঞ্চগড় জেলায় শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো শুরু হয়েছে।

শনিবার সকালে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল কেন্দ্রে এক শিশুকে ক্যাপসুল খাইয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আফরোজা বেগম রীনা। এ সময় পঞ্চগড় আধুনিক সদর হাসপতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মনসুর আলম, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. তোফায়েল আহম্মদ সজীব, জেলা ইপিআই সুপারভাইজার হাসিবুর রহমান শাহ লাবু উপস্থিত ছিলেন।

আগামী ১৯ জুন পর্যন্ত জেলার পাঁচটি উপজেলার এক হাজার ৭৭টি কেন্দ্রে ৬-১১ মাস বয়সী ১৭ হাজার ৩১৭ জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী এক লাখ ৩৬ হাজার ২৭৯ জন শিশুকে একটি করে উচ্চ মতা সম্পন্ন লাল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

 

উপরে