রংপুরে একদিনে ৫৯ মাদকসেবী গ্রেপ্তার
রংপুর নগরীতে মাদকসেবীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। একদিনে মহানগরীর ছয়টি থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫৯ জন মাদকসেবীকে গ্রেপ্তার করেছে মেট্রোপলিটন পুলিশ।
রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (ডিবি অ্যান্ড মিডিয়া) ফারুক হোসেন জানান, শুক্রবার সকাল থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে কোতয়ালি থানা এলাকায় ছয়জন, তাজহাট থানায় ১৫ জন, মাহিগঞ্জ থানায় ছয়জন, হারাগাছ থানা এলাকায় ১৪ জন, পরশুরাম থানায় তিনজন, হাজিরহাট থানায় চারজন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) পুলিশ ১০ জন মাদকসেবীকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের কাছ থেকে মাদক সেবনের সরঞ্জাম, গাঁজা, ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য উদ্ধার করা হয়। মাদকসেবীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
সহকারী পুলিশ কমিশনার আরো জানান, রংপুর মেট্রোপলিটন এলাকায় সকল প্রকার অপরাধ দমন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণে রংপুর মেট্রোপলিটন পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।

অনলাইন ডেস্ক