প্রকাশিত : ৫ জুন, ২০২১ ১৯:৪৯

নন্দীগ্রামে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার
নন্দীগ্রামে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

বগুড়ার নন্দীগ্রামে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।আজ শনিবার ৫ জুন  বেলা ১১ টায় প্রাণিসম্পদ অধিদপ্তরে ২০২১ প্রদর্শনী অনুষ্ঠিত হয় এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ।  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মো: আনিছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো: রফিকুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা শাহরদি শাহনেওয়াজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা  শিফা নুসরাত, এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কামরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আক্তার বানু,  উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা অরুনাংশু মন্ডল, উপজেলা প্রেসকাবের  সাধারণ সম্পাদক বকুল হোসেন, মুক্তিযোদ্ধা  মোসলেম উদ্দিন, পরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ও প্রাণিসম্পদ এবং ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর মৎস্য মন্ত্রনালয়ের সহযোগীতায় এই অনুষ্ঠানে ২৮ টি খামারিদের মধ্যে আধুনিক প্রযুক্তিতে  গরু হৃষ্ট-পুষ্টকরণ ও বিভিন্ন প্রকার ক্যালসিয়াম বিতরণ করা হয়।

উপরে