প্রকাশিত : ৫ জুন, ২০২১ ২০:০৬

"প্রকৃতি সংরক্ষণ করি,প্রজন্মকে সম্পৃক্ত করি"

ষ্টাফ রিপোর্টার

এই স্লোগান কে সামনে রেখে, বিশ্ব পরিবেশ দিবস ২০২১ এবং তীর এর ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ১০ প্রজাতির বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হয়। এ সময় উপস্থিত  ছিলেন প্রফেসর মো. শাহজাহান আলী অধ্যক্ষ  সরকারি আজিজুল হক কলেজ, প্রফেসর মো.জাহাঙ্গীর  আলম বিভাগীয় প্রধান (পদার্থ ), প্রফেসর মো.আমিনুল ইসলাম বিভাগীয় প্রধান (রসায়ন), জনাব মো. সফি  মাহমুদ সহকারি অধ্যাপক  ম্যানেজমেন্ট,  জনাব  মো. মোখলেছুর রহমান (মুকুল) বিভাগীয় প্রধান ফিন্যান্স এন্ড ব্যাংকিং  আরো উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, সভাপতি মোঃ রাকিবুল হাসান, সাধারণ সম্পাদক মোঃ হাসান এবং তীরের অন্যান্য সদস্যবৃন্দ।

যে সব বৃক্ষ  রোপণ করা হয়।

হৈমন্তি
তালপাম
সোনালু
আগর
ক্যাসিয়া হলুদ
ক্যাসিয়া বেগুনি
ফালসা
কাঠলিচু
গোলাপি জাম
রাবার বট

এবার পরিবেশ দিবসের প্রতিপাদ্য বিষয়ঃ "পরিবেশ পুনরুদ্ধার, হোক সবার অঙ্গিকার"

উপরে