প্রকাশিত : ৬ জুন, ২০২১ ১৫:১৫

শাজাহানপুরে প্রাণী সম্পদ প্রদর্শনী ও পুরস্কার বিতরণ

শাজহানপুর (বগুড়া) প্রতিনিধি
শাজাহানপুরে প্রাণী সম্পদ প্রদর্শনী ও পুরস্কার বিতরণ

বগুড়ার শাজাহানপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

শনিবার উপজেলার মাঝিড়া  উচ্চ বিদ্যালয় মাঠে গবাদি পশু, পাখি ও প্রযুক্তি নিয়ে খামারীরা প্রদর্শনীতে অংশগ্রহণ করেন। প্রদর্শনীতে মোট ৩০টি স্টল অংশ নেয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আহমেদ। বিশেষ অতিথি ছিলেন জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপ-পরিচালক ডাক্তার সাজেদুল ইসলাম,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার আবুলকালাম শামছুদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা।

আরো উপস্থিত ছিলেন, ভেটেরিনারি সার্জন ডা. কানিস ফারজানা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফারহানা আফরোজ, মাঝিরা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মির্জা দিলরুবা লাকিসহ আরো অনেকে।

প্রদর্শনী মেলায় সমগ্র স্টলে ডেইরি গাভী পালনে প্রথম হয়েছেন ডেমাজানীর  এনামুল হক, ছাগল-ভেড়া প্রদর্শনী প্রথম হয়েছেন  মজনু মিয়া, পোল্ট্রি ফার্মে প্রথম স্থান অর্জন করেছেন রায়হান হোসেন। তাদেরকে পুরস্কার বিতরণের মধ্যদিয়ে আয়োজন শেষ করা হয়।

উপরে