প্রকাশিত : ৬ জুন, ২০২১ ১৭:০৯

পঞ্চগড়ে ভূমি সেবা সপ্তাহ শুরু

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে ভূমি সেবা সপ্তাহ শুরু

পঞ্চগড়ে ভূমি সেবা সপ্তাহ শুরু হয়েছে। রোববার দুপুরে পঞ্চগড় সদর সহকারি কমিশনার (ভূমি) কার্যালয়ের সামনের মাঠে বেলুন উড়িয়ে সেবা সপ্তাহের উদ্বোধন করেন পঞ্চগড়ের জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিন।

এ সময় পঞ্চগড় পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, সদর উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেন, সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম উপস্থিত ছিল। পরে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল মান্নান।

এসময় উপস্থিত জনগনের মাঝে লিফলেট বিতরন করা হয়। এছাড়াও ভূমি সেবা নিয়ে ভোগান্তিসহ ভূমির বিভিন্ন দিক নিয়ে অতিথিদের কাছে বিভিন্ন প্রশ্ন করা হলে সাথে সাথে অতিথিরা সেবা গ্রহিতাদের প্রশ্নের জবাব দেন। এছাড়াও সেবা সপ্তাহে উপজেলা ভূমি সেবা বুথ চালু করা হয়েছে।

পঞ্চগড় জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন জানায় সাম্প্রতিক সময়ে ভূমি সেবায় ডিজিটালাইজেশন শুরু করেছে সরকার । বর্তমানে জমির খাজনা পরিশোধ করতে শহরে আসার প্রয়োজন নেই, ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টার হতে ভূমির নামজারি খতিয়ানের আবেদনও করা যাচ্ছে।

 

উপরে