প্রকাশিত : ৭ জুন, ২০২১ ২০:১০

শাজাহানপুরে দুই দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে

ষ্টাফ রিপোর্টার
শাজাহানপুরে দুই দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে

বগুড়ার শাজাহানপুরে দুই দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে । প্রান্তিক কৃষকদের মাঝে আধুনিক প্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ০৬-০৬-২০২১ হইতে ০৭-০৬-২০২১  দুই দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী দিবস অনুষ্ঠিত হয় । এই প্রশিক্ষণে শাজাহানপুর উপজেলার ১০টি  ইউনিয়নের দুই ধাপে প্রায় ৬৫ জন কৃষক অংশগ্রহণ করেন ।সোমবার সকাল ১০ ঘটিকায় এনসি ডিপি প্রশিক্ষণ কক্ষে এই  প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। শাজাহানপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ নূরে আলম এর সভাপতিত্বে সমাপনী দিবসে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা  নির্বাহী কর্মকর্তা (ইউ এন ও ) আসিফ আহমেদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী শেখ হাসিনার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এবং কৃষি যান্ত্রিকীকরণ আধুনিক করার কারণে বর্তমানে কৃষকরা অতি অল্প সময়ের মধ্যে তাদের ফসল ঘরে তুলতে পারছেন এবং ন্যায্য মূল্যে ধান ক্রয় বিক্রয় করতে পারছেন ও ১০ টাকা কেজি দরে চাল কিনে খেতে পারছেন। তিনি আরো বলেন ভবিষ্যতে ডিজিটাল বাংলাদেশের সাথে সাথে আমাদের কৃষি খাত সম্পূর্ণ ডিজিটাল রূপে রূপান্তরিত হবে বলে মনে করেন । এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার ফারহানা আফরোজ, উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ মঞ্জুরুল আলম , মোঃ আরাফাত ইসলাম প্রমুখ ।

উপরে