প্রকাশিত : ৭ জুন, ২০২১ ২০:২০

শাজাহানপুরে গোহাইল উচ্চ বিদ্যালয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
শাজাহানপুরে গোহাইল উচ্চ বিদ্যালয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি

বগুড়ার শাজাহানপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে গোহাইল ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজে বৃক্ষ রোপন কর্মসুচি পালিত হয়েছে।সোমবার বেলা ১১ টায়   কলেজ চত্বরে বৃক্ষ  রোপন কর্মসুচির উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সভাপতি ও  উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ আলী ইমাম ইনোকী।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মোতাহার হোসেন মুকুল, গভর্নিং বডির সদস্য আব্দুর রশিদ, শিক্ষক প্রতিনিধি শামসুল আলম, নিমাই দিঘি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলিপ কুমার চৌধুরী, কাহালু উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সাজেদুল ইসলাম খোকন, সহকারী প্রধান শিক্ষক আব্দুর রহমান, সিনিয়র শিক্ষক আতাউর রহমান, দাতা সদস্য এমদাদুল হক সহ স্কুল ও কলেজ শাখার শিক্ষক-কর্মচারিবৃন্দ।

আলী ইমাম ইনোকী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষ রোপণ করা হচ্ছে।তিনি আরোও বলেন, পরিবেশ ভারসাম্য বজায় রাখতে বেশি বেশি গাছ লাগিয়ে সেগুলোর পরিচর্যা করতে।ভবিষ্যত প্রজন্মকে পৃথিবীতে টিকতে সবাইকে গাছ লাগানোর আহবান জানান তিনি।

উপরে