প্রকাশিত : ৮ জুন, ২০২১ ১৫:২৮

বগুড়ায় শসা চাষে লাভের মুখ দেখছেন কৃষকরা

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় শসা চাষে লাভের মুখ দেখছেন কৃষকরা

বগুড়ায় শসা চাষে লাভের মুখ দেখছেন কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর ভালো ফলন হয়েছে। জেলার বিভিন্ন মাঠজুড়ে রয়েছে শসা। ধানের চেয়ে সবজি চাষ লাভজনক হওয়ায় কৃষকরা ঝুঁকছেন সবজি চাষে। জমি থেকে সবজি তুলে প্রতিনিয়ত বিক্রি করে নগদ টাকা পাচ্ছেন তারা।

এদিকে কৃষি বিভাগ জানিয়েছেন, এবছর গ্রীষ্মকালীন শাক সবজির লক্ষমাত্রা ধরা হয়েছে ৫ হাজার ৩৭৫ হেক্টর জমি।

জেলা সদরের কদিমপাড়া গ্রামের চাষী দুলাল হোসেন বলেন, এ বছর মাত্র ২৫ শতক জমিতে মাত্র ৫ হাজার টাকা খরচ করে শসা চাষে তিনি অনেক লাভবান হয়েছেন। বছরের এই সময়ে শসার চাহিদা বেশ বেড়ে যায়। প্রতিকেজি শসা তিনি ৩০ থেকে ৩৫ টাকা পাইকারি বিক্রি করছেন। খরচের টাকা উঠার পরেও তিনি অনেক টাকা লাভ করেছেন।

তিনি জানান, জমিতে যে পরিমান শসা রয়েছে তাতে আরো ২০ থেকে ২৫ হাজার টাকা বিক্রি করতে পারবেন।

 

উপরে