প্রকাশিত : ৮ জুন, ২০২১ ২০:০০

বগুড়ায় মূক-বধির বিদ্যালয়ে বৃক্ষরোপন করেন জেলা আওয়ামী লীগ সদস্য রিংকি

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় মূক-বধির বিদ্যালয়ে বৃক্ষরোপন করেন জেলা আওয়ামী লীগ সদস্য রিংকি

আজ মঙ্গলবার বিকেলে শহরের কলোনী মূক-বধির বিদ্যালয়ে এ বছরের থিম ‘বাস্তুতন্ত্রের পুনরুদ্ধার’ বাস্তবায়নের লক্ষে বৃক্ষরোপন করেন বগুড়া জেলা আওয়ামী লীগের সদস্য রুমানা আজিজ রিংকি। বৃক্ষরোপনকালে তিনি বলেন, বিশ্ব পরিবেশ দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে সোনালু, জাম, আমড়া ও ডুমুর বৃক্ষের চারটি চারা রোপন করে জাতীয় বৃক্ষরোপন অভিযানের শুভ উদ্বোধন ঘোষণা করেন। এরই আলোকে ‘মুজিব বর্ষের অঙ্গীকার করি, সোনার বাংলা সবুজ করি’ এটিকে বাস্তবায়নের লক্ষ্যে বাস্তুতন্ত্র পুনরুদ্ধার প্রতিপাদ্যে আমরা সকলে মিলে প্রকৃতির মায়ের প্রতি কৃতজ্ঞতা জানাতে এ দিবসটি পালন করা উচিত। দিবসটি পালনেই সীমাবদ্ধ থাকলেই চলবে না প্রকৃতি আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ কোভিড-১৯ এর প্রাদুর্ভাবে অনেকটা বুঝতে পেরেছি। এ দিবসটি উদযাপনের প্রধান কারন হলো পরিবেশ সম্পর্কে মানুষের মাঝে সচেতনতা বাড়ানো। ‘লাগাবো বৃক্ষ, তাড়াবো দুঃখ, চলো সবাই গাছ লাগাই, না হয় জীবন রক্ষা নাই’, বৃক্ষ রক্ষা মানে নিজেদের জীবনকে রক্ষা করা। বৃক্ষরোপন অভিযানকে সফল করতে হলে সরকারের পাশাপাশি জনগণকেও এগিয়ে আসতে হবে। গাছ লাগানোর জন্য জনমনে চেতনা সঞ্চার করতে হবে। আমরা সকলে একটি করে গাছ লাগালে বিশ্ব পরিবেশ দিবস ও বৃক্ষরোপন অভিযানের সার্থকতা খুঁজে পাবো। এ দিবসটি প্রতিবারেই আসে এবং বিশ্ব বিবেককে নাড়া দিয়ে যায়। পরিবেশ রক্ষায় ব্রতী হয়ে সমবেতভাবে দূষণ বিরোধী কাজে ঝাঁপিয়ে পড়লেই পরিবেশই হবে প্রাণের ধারক ও জীবনী শক্তির বাহক।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বগুড়া মূক-বধির বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতাউর রহান, সহ-প্রধান শিক্ষক মোছা. সেলিনা খাতুন, সিনিয়র শিক্ষক সাহিন সুলতানা, দিশা দত্ত, হৃদয় মাহমুদ, জিহাদ হাসান, জাহিদ হাসান প্রমুখ।

উপরে