প্রকাশিত : ৮ জুন, ২০২১ ২০:০৪

বগুড়ায় আবালবৃদ্ধবনিতার স্বাস্থ্য সুরক্ষায় পাশে দাঁড়ালেন আওয়ামী লীগ নেতা দুলু

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় আবালবৃদ্ধবনিতার স্বাস্থ্য সুরক্ষায় পাশে দাঁড়ালেন আওয়ামী লীগ নেতা দুলু

বগুড়ার শাজাহানপুরে আবালবৃদ্ধবনিতার মাঝে গতকাল মঙ্গলবার দিনব্যাপি জেলা পরিষদ কার্যালয়ে করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

বগুড়া জেলা পরিষদের অর্থায়নে এ উপজেলার ৯টি ইউনিয়নের চেয়ারম্যান, সদস্য, কর্মকর্তা-কর্মচারী,  ঈমাম মোয়াজ্জিমসহ এলকার দুঃস্থ অবহেলিত মানুষদের মাঝে এসব সামগ্রী বিতরণ করেন বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান একেএম আসাদুর রহমান দুলু।

বিতরণকালে তিনি বলেন, জেলা পরিষদ কর্তৃক আমার এ ক্ষুদ্র প্রয়াস মানুষকে সচেতন করার নামান্তর। বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের কোভিড-১৯ প্রাদুর্ভাব মোকাবেলায় যে উদ্যোগ গ্রহন করেছেন তা গোটা দুনিয়া জুড়ে প্রশংসার দাবি রাখে। তিনি দেশের সকল মানুষকে নিয়ে ভালো থাকতে চান। এরই অংশ হিসেবে দলের নেতাকর্মীসহ বিত্তশালীদের করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সচেতনতা সৃষ্টির পাশাপাশি মানুষের পাশে দাঁড়াতে বলেছেন। ফলশ্রুতিতে শাজাহানপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ শুরু করেছি।

তিনি আরো বলেন, আমি মনে প্রাণে বিশ্বাস করি মানুষ মানুষের জন্য। নিজেকে ভালো রাখাই ভালো নয়। সবাইকে নিয়ে ভালো থাকা, ভালো রাখা, খোঁজ-খবর নেয়ার মাঝেই প্রকৃত মনুষ্যত্বের পরিচয় পাওয়া যায়। সচেতনতাই পারে একটি জাতিকে রক্ষা করতে। নিজে সচেতন থাকবো, অন্যেকে সচেতন করবো এ মানসিকতা নিয়ে আমাদেরকে এগোতে হবে। সবার জন্য স্বাস্থ্য সুরক্ষায় সরকারসহ জনগণকে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসতে হবে।

এসময় উপস্থিত ছিলেন আশেকপুর ইউপি চেয়ারম্যান ফিরোজ আলম, গোহাইল ইউপি চেয়ারম্যান আলী আতোয়ার তালুকদার ফজু, খোট্রাপাড়া ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল ফারুক, মাঝিড়া ইউপির প্যানেল চেয়ারম্যান সুমন, শহর স্বেচ্ছাসেবক লীগ নেতা মোতাহার হোসেন মিজু, আশেকপুর ইউপি সদস্য মো. আব্দুল মালেক, আমরুল ইউপি সদস্য উজ্জল, ওবায়দুল, আড়িয়া ইউপি সদস্য বিলকিছ বেগম, মেরি সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মেহেরুন্নেছা, সমাজসেবক আসাফুদৌলা শামীম, আপেল ইসলাম, আবু সাঈদ, জেলা পরিষদের কর্মচারী মোফাজ্জল হোসেন, হরি বাহাদুরসহ প্রমুখ।

উপরে