নাটোরে ট্রাক উল্টে শ্রমিক নিহত
নাটোরের বাগাতিপাড়ায় উপজেলার দয়ারামপুরে বালু ভর্তি ট্রাক উল্টে বালুর নিচে চাপা পড়ে বিদ্যুৎ হোসেন (২৭) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত বিদ্যুৎ রাজশাহীর বাঘা এলাকার মোহাম্মদ মাসুদ হোসেনের ছেলে।
মঙ্গলবার সকালে দয়রামপুর রোডের চিমনাপুর এলাকায় এ ঘটনা ঘটে।
বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম ও দয়ারামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহাবুবুর রহমান মিঠু জানান, রাজশাহীর বাঘা উপজেলার আলাইপুর বালুরঘাট থেকে বালু ভর্তি একটি ট্রাক লালপুরের ওয়ালিয়ার উদ্দেশ্যে যাচ্ছিল। ওই ট্রাকে ছিলেন শ্রমিক বিদ্যুৎ। বাগাতিপাড়া দয়রামপুর রোডের চিমনাপুর এলাকায় ট্রাকটি পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লেগে রাস্তার পাশে উল্টে যায়। এতে বালির নিচে চাপা পড়ে মারা জান শ্রমিক বিদ্যুৎ। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

অনলাইন ডেস্ক