বগুড়ায় এ্যাডভোকেট ও তার পিতা মাতাসহ ৪ জনকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়ায় তুচ্ছ ঘটনায় সন্ত্রাসীরা বগুড়া জজকোর্টের এক এ্যাডভোকেট, তার পিতা মাতাসহ ৪ জনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেস্টা করেছে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল(শজিমেক) ভর্তি করা হয়েছে। এঘটনায় বগুড়া সদর থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে।জানা যায়,বগুড়া সদরের ধাওয়াপিকশন গ্রামে গত ১৪ জুন সকালে ঘরের ছাইচের পানি পড়াকে কেন্দ্র করে সন্ত্রাসী সাইফুল ইসলাম,সাইদুল ওরফে সদু,সোহাগ,সজল,আব্দুর রহিম,সাহিদুল,মানিক,মতিন,আব্দুর রহমান বগা এ্যাডভোকেট রাশেদুল আলম (সবুজ) এর পিতা, মাতা, ফুফু ও ছোট ভাইদের গালিগালাজ করে। এর পর সবাই নিজেদের কাজে চলে যায়।
এ্যাড. সবুজ আদালতের কাজ শেষে রাত ৯ টার দিকে বাড়িতে পৌছেন।(ধাওয়াপিকশন)।বাড়ির পাশে আগে থেকেই ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা সবুজকে দেখা মাত্র সন্ত্রাসী সাইফুল ইসলামের হুকুমে সকলেই বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র নিয়ে এ্যাড. সবুজকে হত্যার উদ্দেশ্যে মারপিট শুরু করে। এতে সবুজের বাম ডাবনা ভেঙ্গে যায় এবং মাটিতে লুটিয়ে পড়ে, সবুজের মা গোলাপি বেগম ছেলেকে রক্ষা করতে গেলে সন্ত্রাসীরা গোলাপিকে বেগমকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে মাথায় কোপ মারে,এতে মাথার খুলি কাটিয়া গভীর রক্তাক্ত অবস্থায় মাটিয়ে লুটিয়ে পড়ে। মাকে উদ্ধারের জন্য সবুজ, তার পিতা আলমগীর হোসেন, ভাই নাহিদ আগাইয়া আসিলে সন্ত্রাসীরা তাদেরকেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাত্ত জখম এবং সবুজের পিতার হা ভেঙ্গে দেয়।পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় এ্যাড. সবুজ ও তার পিতা, মাতা এবং ভাইকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে ভর্তি করে। হাসপাতাল সুত্রে জানা যায়, সবুজ’র মা গুরুতর আহত এবং আশংকাজনক। এব্যাপারে আজ মঙ্গলবার দুপুরে বগুড়া সদর থানায় ৯ জনকে আসামী করে একটি এজাহার দায়ের করা হয়েছে। এপ্রসংঙ্গে বিকেলে বগুড়া সদর থানার ইন্সপেক্টর তদন্ত আবুল কালাম আজাদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এজাহার পেয়েছি। মামলার প্রস্তুতি চলছে।

ষ্টাফ রিপোর্টার