সিলেটে একই পরিবারের ৩ জনের গলা কাটা লাশ উদ্ধার
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ফতেহপুরে একই পরিবারের ৩ জনের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ৮টার দিকে তাদের বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়।
এছাড়া ওই বাড়ি থেকে গুরুতর আহত অবস্থায় হিফজুর রহমান নামে একজনকে উদ্ধার করা হয়। তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন- আহত হিফজুর রহমানের স্ত্রী আলেয়া বেগম (২৭), তার শিশু সন্তান মিজান (১১) ও মেয়ে তানিসা (৫)।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

অনলাইন ডেস্ক