শাজাহানপুরে গ্রামীণফোন ডিস্ট্রিবিউটর সেন্টারে বেলকনির রড কেটে অর্থ সহ পণ্যচুরি
শাজাহানপুরে গ্রামীণফোন ডিস্ট্রিবিউটর সেন্টারের বিল্ডিং এর বেলকনির রড কেটে ভিতরে ঢুকে নগদ অর্থসহ পণ্য চুরি করে নিয়ে যায় দূর্বৃত্তরা।
মঙ্গলবার উপজেলার বনানী বেতগাড়ি আলুর স্টোরের সামনে ৩তলা বিল্ডিং এর ২য় তালায় এ চুরির ঘটনা ঘটেছে।
সরজমিন গিয়েদেখা যায়, ২য় ফ্ল্যাটে রডকেটে প্রবেশ করে স্টোর রুমের তালা ভেঙে প্রায় ২লক্ষ টাকার রিচার্জ কার্ড, নগদ টাকা, দুটি ল্যাপটপ, মোবাইল ট্যাব চুরি করেছে।
স্টোরম্যান জানান, রাত্রি ৯টার সময় অফিসের রুমের দরজা গুলোতে তালা দিয়ে বাসায় চলে যাই। পরদির ৯টার দিক অফিসে মেইন দরজার তালা খুলে ভিতরে আসতে চাইলে দরজা কোন কিছুতেই খুলছেনা পরে একটু সন্দেহের সৃষ্টি হয়। বাহিরে এসে দেখি বেলকনির রড কাটা সাথে সাথে সুপারভাইজার রিপন ভাইকে জানায়। একটু পরে পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেন।
এবিষয়ে এমডি জাহাঙ্গীর আলম জানান, আমার প্রতিষ্ঠানের কর্মচারী ১৩জন নিয়ে অফিস পরিচালনা করছি ৩মাস যাবৎ তবে স্টাফদের কেউ এমন কাজ করতে পারেনা।
শাজাহানপুর থানাধীন কৈগাড়ি ফাঁড়ির পুলিশের উপ-পরিদর্শক রাজু কামাল বলেন ঘটনাস্থল পরিদর্শন করেছি প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি