বাংলাবান্ধা স্থলবন্দর আমদানী-রফতানীকারক গ্রুপের মতবিনিময় সভা
পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর আমদানী-রপ্তানীকারক গ্রুপের নবগঠিত কমিটির সাথে গণমাধ্যম কর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে তেঁতুলিয়া পিকনিক কর্নারের বেরং কমপ্লেক্সে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আব্দুল লতিফ তারিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কুদরত ই খুদা মিলনের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য দেন সহ সভাপতি আবু তোয়বুর রহমান ও রেজাউল করিম শাহীন, কোষাধ্যক্ষ মোফাফ্ফর হোসেন, দপ্তর সম্পাদক সোহেল রানা মানিক, পঞ্চগড় প্রেসকাবের সভাপতি সফিকুল আলম, সাবেক সভাপতি এ রহমান মুকুল, সিনিয়র সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ প্রমূখ। মতবিনিময় সভায় পঞ্চগড় জেলা ও তেঁতুলিয়া উপজেলায় কর্মরত গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে আব্দুল লতিফ তারিন বলেন, বাংলাবান্ধা স্থলবন্দর দেশের এমন একটি স্থলবন্দর যে বন্দর দিয়ে চতুর্দেশীয় ব্যবসা-বাণিজ্য পরিচালিত হয়ে আসছে। ভবিষ্যতে চীনের সাথেও এই বন্দর দিয়ে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারিত হবে। দেশের সকল নদী ও সমুদ্র বন্দরের সাথে এই স্থলবন্দরের কানেক্টিভিটি রয়েছে। তিনি আরও বলেন, নবগঠিত কমিটি এই স্থলবন্দর দিয়ে আমদানী-রপ্তানী বাণিজ্য আরও গতিশীল করতে কাজ করে যাবে।

পঞ্চগড় প্রতিনিধি