পঞ্চগড়ে ২১ লাখ টাকার চা জব্দ করেছে কাস্টমস
পঞ্চগড়ে ভ্যাট না দিয়ে চা পরিবহন করায় প্রায় ২১ লাখ টাকার চা জব্দ করেছে কাস্টমস এক্সাইজ ভ্যাট সার্কেল কর্মকর্তারা। একই সাথে চা পরিবহনের দায়ে ট্রাকটিকেও জব্দ করা হয়। ট্রাক ও চা জব্দ করে পঞ্চগড় সদর থানা পুলিশের জিম্মায় দেওয়া হয়েছে। আটককৃত চায়ের আনুমানিক মুল্য ২১ লাখ টাকা। মঙ্গলবার (১৫ জুন) রাতে পঞ্চগড় সদর উপজেলার জগদল এলাকার খালপাড়া আল আমিন টি হাউজ হতে চা ও ট্রাক জব্দ করা হয়।
কাস্টমস সূত্র জানায়, চা কারখানা উত্তরা গ্রীন টি’র আবেদনের ভিত্তিতে সিলগালা করে এক ট্রাক চা চট্ট্রগ্রাম নিলাম বাজারে পাঠানো হয়। কিন্তু চট্ট্রগ্রামে না নিয়ে গোপনে আল আমিন টি হাউজে ২শ বস্তা চা ভর্তি ট্রাকটি চা নামানোর চেষ্টা করছিল। এসময় গোপন সংবাদের ভিত্তিতে জগদল এলাকায় গিয়ে হাতে নাতে ওই ট্রাকটিকে আটক করে কাস্টমস। চা আটকের সময় উত্তরা গ্রীন টি’র লোকজনের বাধার মুখে পড়ে কাস্টমস কর্মকর্তারা। দুই দফায় তিনঘন্টা তাদের অবরুদ্ধও করে স্থানীয় রাজনৈতিক প্রভাবশালীদের একটি মহল। এ সময় আল আমিন টি হাউজের সামনে থেকে চা আটক করে থানায় নিয়ে আসতে চাইলে কয়েকজন উচ্ছৃংখল যুবক কাস্টমস কর্মকর্তাদের অবরুদ্ধ করে। এ সময় সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কাজি আল তারিক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। এরপর চা ও ট্রাক নিয়ে সেখান থেকে পঞ্চগড়ে আসার পথে পঞ্চগড়-তেতুঁলিয়া মহাসড়কের তিন মাইল এলাকায় আবারও পথরোধ করে একদল যুবক। পরে সদর থানা পুলিশে খবর দেওয়া হলে পুলিশের সহযোগীতায় চা ও ট্রাক থানায় নিয়ে আসা হয়।
সহকারি রাজস্ব কর্মকর্তা জাহিদ হাসান জানান, ট্রাক ও চা জব্দ করা হয়েছে। উত্তরা গ্রীন টি কোম্পানীর মালিকানা নিয়ে দ্বন্দ রয়েছে। মঙ্গলবার ওই কারখানার উৎপাদিত চা চট্ট্রগ্রামে পাঠানোর আবেদন করে মালিক পক্ষ। কিন্ত তারা বেআইনিভাবে ভ্যাট ফাঁকি দেয়ার জন্যই ওই চা অন্যত্র সরিয়ে নিতে চেয়েছিল। এজন্য তাদের জরিমানা সহ ভ্যাট গুনতে হবে। এই ঘটনায় সদর থানায় একটি সাধারন ডায়েরীও করা হয়েছে। বিভাগীয় কমিশনার কাস্টমস এর নির্দেশে পরবর্তি আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পঞ্চগড় সদর থানার ওসি আবু আক্কাছ আহম্মেদ জানান, মঙ্গলবার রাতে জগদল এলাকায় চা ভর্তি একটি ট্রাক আটক করতে যায় রাজস্ব কর্মকর্তা ও কর্মচারীরা। এ সময় বাধার মুখে পড়লে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটিকে উদ্ধার করে। বর্তমানে সদর থানা পুলিশের জিম্মায় রয়েছে ট্রাকটি।

পঞ্চগড় প্রতিনিধি