গাবতলী উপজেলা মহিলা আওয়ামী লীগের দোয়া মাহফিল
বগুড়ার গাবতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রয়াত এ এইচ আজম খাঁন’র স্ত্রী ও উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খাঁন রবিন এর শাশুরী ফেরদৌসী আরা খাঁন এর সুস্থতা কামনায় গতকাল উপজেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান রেকসেনা আকতার এর সভাপতিত্বে দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে ছিলেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমা বেগম, সাংগঠনিক সম্পাদক পাপিয়া রাজ্জাক, উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক জাহানারা বেগম, মহিলা আওয়ামী লীগ নেত্রী আনিছা বেগম, শাহানাজ বেগম, মালেকা বেগম, হাওয়া বেগম, রওশন আরা, ফেরদৌসী বেগম, পুতুল বেগম, আঞ্জুয়ারা বেগম, সাবানা খাতুন, রাশিদা বেগম, সাজেদা বেগম, মনোয়ারা বেগমসহ বিপুল সংখ্যক মহিলা আওয়ামী লীগ নেত্রী উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় নেতৃবৃন্দ, গাবতলীর নেতা এ এইচ আজম খাঁন ছাড়াও মৃত্যু হওয়া অন্যান্যদের রুহের মাগফিরাত কামনা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বঙ্গবন্ধু পরিবারের কল্যাণ এবং প্রয়াত এ এইচ আজম খাঁন’র স্ত্রী ফেরদৌসী আরা খাঁন এর সুস্থতা কামনা করে দোয়া খায়ের ও বিশেষ মোনাজাত করা হয়।

ষ্টাফ রিপোর্টার