শাজাহানপুরে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
বগুড়ার শাজাহানপুরে মাদক সেবন ও বিক্রির অপরাধে নজমল হোসেন নল্লে (৫৫) কে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার বিকাল সাড়ে ৫টায় মাদলা বাজার এলাকা হতে পুলিশ এক গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদকসেবন ও বিক্রি করা অবস্থায় তাকে গ্রেফতার করে। মাদক ব্যবসায়ী নল্লে উপজেলার মাদলা ইউনিয়নের খালপাড়া গ্রামের কেমো সরকারের ছেলে। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ম্যাজিস্ট্রেট আশিক খান ধৃত আসামীকে ৩ মাসের সশ্রম কারাদনন্ড দেওয়া সহ ১ হাজার টাকা জরিমানা করা হয়।
শাজাহানপুর থানা পুলিশের এসআই আঃ রহমান জানান, মাদক ব্যবসায়ী নজমল হোসেন নল্লেকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। পরবর্তীতেও মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি