বিইউজে’র সদস্য সরওয়ার খানের মৃত্যুতে শোক প্রকাশ
বগুড়া সাংবাদিক ইউনিয়নের (বিইউজে) প্রবীন সদস্য ও দৈনিক চাঁদনী বাজার পত্রিকার স্টাফ রিপোর্টার এম সরওয়ার খান আর নেই (ইন্না লিল্লাহি...রাজিউন)।
আজ বৃহস্পতিবার ভোর ৬টার দিকে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা সদরের নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭০ বছর। তিনি স্ত্রী, কন্যা, পুত্রবধূ ও নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান যুদ্ধাপরাধ মামলার অন্যতম সাক্ষী সরওয়ার খানের মৃত্যুতে বগুড়া সাংবাদিক ইউনিয়ন(বিইউজে) গভীর শোক প্রকাশ করেছে। সংগঠনের সভাপতি আমজাদ হোসেন মিন্টু, সাধারণ সম্পাদক জে এম রউফসহ নির্বাহী কমিটির সদস্যবৃন্দ এক বিবৃতিতে শোক প্রকাশের পাশাপাশি তাঁর শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন এবং প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

প্রেস বিজ্ঞপ্তি