পার্বতীপুরে গণউপদ্রবের অভিযোগে দুই জনের কারাদন্ড
দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে শহরে গণউপদ্রবের অভিযোগে দুুইজনকে ১৭ দিন করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ বিচারক।
আজ বৃহস্পতিবার দুপুুরে ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার নাশিদ কায়সার রিয়াদ এই দন্ড প্রদান করেন।
পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ্্ আল-মামুুন জানান, আজ বৃহস্পতিবার দুপুরে পার্বতীপুর রেলওয়ে শহরের সাহেবপাড়া ও বাবুপাড়া এলাকার জামে মসজিদের র্প্বূ মোড়ে গণউপদ্রব সৃষ্টি করার সময় মোঃ মাসুম পারভেজ (৩২), পিতা মৃত মোখলেছার রহমান ও লাভলু রশিদ (৩৩), পিতা মৃত নুরুল ইসলাম উভয়ের সাং রিয়াজনগর, উপজেলা- পার্বতীপুর, জেলা- দিনাজপুরকে হাতেনাতে আটক করা হয়। ঘটনাস্থলেই আটককৃতদের ভাম্যমাণ আদালতে বিজ্ঞ বিচারক গণউপদ্রবের অভিযোগে প্রত্যেককে ১৭ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। কারাদন্ড প্রাপ্তদের দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি