পঞ্চগড়ে কমিউনিটি ক্লিনিকে ফ্রিজ দিলেন ইউপি চেয়ারম্যান
বিভিন্ন ধরণের ভ্যাকসিন সংরক্ষনের জন্য পঞ্চগড় সদর উপজেলার বজরাপাড়া কমিউনিটি ক্লিনিকে একটি ফ্রিজ প্রদান করেছেন গড়িনাবাড়ি ইউপি চেয়ারম্যান আলতামাস হুসাইন লেলিন।
বৃহস্পতিবার দুপুরে কমিউনিটি ক্লিনিকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নানের হাতে আনুষ্ঠানিকভাবে ফ্রিজ তুলে দেন তিনি। এসময় রজরাপাড়া কমিউনিটি ক্লিনিকের সভাপতি জহুরুল ইসলাম, গড়িনাবাড়ি ইউনিয়ন সিএসও সভাপতি হকিকুল ইসলাম, সিএসও সদস্য পারভেজ মোশারফ ও মনোয়ারা বেগম, এমকেপি’র ট্রেনিং এন্ড এডভোকেসি অফিসার লিলিমা মন্ডল, ফিল্ড ফ্যাসিলিটেটর হারুন অর রশিদ প্রমূখ।
উল্লেখ্য, বেসরকারী মানব কল্যাণ পরিষদ-এমকেপি’র প্রসপেক্ট প্রকল্পের একটিভিটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমিটির সাথে ডায়ালগ সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সিএসও সদস্যরা বজরাপাড়া কমিউনিটি ক্লিনিকের বিভিন্ন সমস্যা তুলে ধরা হলে ক্লিনিকের পক্ষ থেকে জানানো হয় ওষুধের তাপমাত্রা নিয়ন্ত্রণের কোন ব্যবস্থা না থাকায় রোগিরা ভোগান্তির শিকার হচ্ছেন। সভায় গড়িনাবাড়ি ইউপি চেয়ারম্যান ওই ক্লিনিকে ফ্রিজ দেয়ার ঘোষণা দেন।

পঞ্চগড় প্রতিনিধি