বগুড়ায় বিদ্যুতের তারে জড়িয়ে কাঠমিস্ত্রির মৃত্যু
বগুড়ার শেরপুরে বসতবাড়ির টিনের চালা মেরামত কাজ করতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে মো. শাহ আলী (৫৫) নামে এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল দশটার দিকে উপজেলার সুঘাট ইউনিয়নের মধ্যভাগ গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত শাহআলী ওই গ্রামের আজিজুল হকের ছেলে।
নিহতের স্বজন ও স্থানীয় এলাকাবাসী জানান, উপজেলার মধ্যভাগ গ্রামের আব্দুল খালেকের বসতবাড়িতে ঘটনার দিন সকাল থেকেই কাজ করছিলেন কাঠমিস্ত্রি শাহ আলী। একপর্যায়ে টিনের তালা মেরামত কাজ করতে গিয়ে ঘরের ওপর দিয়ে টানানো বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন তিনি। পরে স্থানীয়দের সহযোগিতায় আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়ার পথেই কাঠমিস্ত্রি শাহ আলী মারা যান।
এ প্রসঙ্গে জানতে চাইলে শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) তন্ময় বর্মন বলেন, ঘটনাটি মৌখিকভাবে শুনেছি। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

অনলাইন ডেস্ক