শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) বগুড়া জেলা শাখার মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত
আসন্ন বাজেটে শ্রমজীবীদের জন্য সুস্পষ্ট বরাদ্দ না থাকায় শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শ্রমজীবীদের জন্য শিল্পাঞ্চলে বিনামূল্যে চিকিৎসা সহায়তা ও হাসপাতাল তৈরি, ভর্তুকিমূল্যে রেশন প্রদান এবং সার্বজনীন পেনশন ব্যবস্থা চালু করার দাবিতে অদ্যই ১৮ জুন ২০২১ ইং শুক্রবার সকাল ১০ টা ৩০ মিনিটে বগুড়ার ঐতিহাসিক সাতমাথায় শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) বগুড়া জেলা শাখার মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক ও স্কপ বগুড়ার আহ্বায়ক মতিয়ার রহমান এবং সমাবেশ পরিচালনা করেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বগুড়া জেলার সভাপতি ও স্কপ বগুড়ার সদস্য সচিব সাইফুজ্জামান টুটুল।
সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগ বগুড়া জেলা কমিটির সভাপতি আব্দুস সালাম, ট্রেড ইউনিয়ন কেন্দ্র বগুড়া জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ফজলুর রহমান, জাতীয়তাবাদী শ্রমিক দল বগুড়া জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক লিটন শেখ বাঘা, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, জাতীয় শ্রমিক জোট বাংলাদেশ বগুড়া জেলা কমিটির সহ-সভাপতি আব্দুল মোমিন মন্ডল, ট্রেড ইউনিয়ন সংঘ বগুড়ার সভাপতি ইনছার আলী, জাতীয় শ্রমিক ফেডারেশন বগুড়া জেলার সভাপতি আব্দুল জলিল।
মানববন্ধন ও সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাদুকা শ্রমিক ইউনিয়ন বগুড়া জেলার সভাপতি সুরেশচন্দ্র দাশ, বেকারী শ্রমিক ইউনিয়ন বগুড়ার সাধারণ সম্পাদক হাসান তালুকদার, মূদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়ন বগুড়ার সাধারণ সম্পাদক আব্দুর রহিম, কটন মিল শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদ বগুড়ার দপ্তর সম্পাদক মানুনুর রশিদ দোলা, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র বগুড়ার যুগ্ন সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ, সদস্য জিন্নাতুল ইসলাম জিন্না, সদস্য আব্দুল মান্নান, সদস্য দুলাল দত্ত, সদস্য এটিএম মোশারফ হোসেন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, "বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও বাজেটে প্রধান অর্থ যোগানে শ্রমিকদের অবদান থাকলেও বাজেট প্রক্রিয়ায় শ্রমিকদের অংশগ্রহণ নাই। সরকার বিভিন্ন অংশের সাথে মতবিনিময় করলেও শ্রমিক প্রতিনিধিদের মতামত নেওয়ার প্রয়োজন অনুভব করেন না।"
এছাড়া নেতৃবৃন্দ শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে ক্রমবর্ধমান দ্রব্যমূল্যের আঘাত থেকে রক্ষার জন্য শ্রমিক কর্মচারীসহ নিম্ন আয়ের মানুষের জন্য রেশনব্যবস্থা, বিনামূল্যে চিকিৎসা, সুলভমূল্যে আবাসন ব্যবস্থা, কর্মক্ষেত্রে দূর্ঘটনায় আহত হলে চিকিৎসা, ক্ষতিপূরণ ও সামাজিক বেষ্টনীর ব্যবস্থা, বাজেটে পাট-চিনি শিল্প পূনরুদ্ধার ও রক্ষা, শ্রমজীবীদের জন্য সার্বজনীন পেনশন স্কিম চালু করা সহ কেন্দ্রীয় কমিটির পেশকৃত ৯ দফার সুনির্দিষ্ট প্রস্তাবসমূহ বিবেচনায় নিয়ে বাজেটে সুনির্দিষ্ট বরাদ্দ রাখার জোর দাবি জানান।

ষ্টাফ রিপোর্টার