পঞ্চগড়ে হত দরিদ্র নারীদের মাঝে ছাগল ও লভ্যাংশের টাকা বিতরণ
পঞ্চগড়ের আটোয়ারীতে দরিদ্র হত দরিদ্র নারীদের মাঝে ছাগল ও গাছ বিক্রয়ের লভ্যাংশের টাকা বিতরণ করা হয়েছে। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন-বিএনএফ’র অর্থায়নে এবং মির্জাপুর ইউনিয়ন সমাজ কল্যাণ ফেডারেশনের বাস্তবায়নে গ্রামীণ হত দরিদ্র মহিলাদের মাঝে আর্থ সামাজিক উন্নয়ন প্রকল্পের আওতায় এসকল ছাগল ও গাছ বিক্রয়ের লভ্যাংশের টাকা বিতরণ করা হয়।
এ উপলক্ষে বৃহস্পতিবার বিকালে ফেডারেশনের হলরুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল আলিম খান ওয়ারেসি। ফেডারেশন চেয়ারম্যান দবিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোহাম্মদ সামসুজ্জামান। অনুষ্ঠানে ৩৫ জন নারী সদস্যের মাঝে প্রত্যেককে দুইটি করে মোট ৭০টি ছাগল ও গাছ বিক্রয়ের লভ্যাংশ হতে সুবিধাভোগী অনিল চন্দ্র বসাককে ৬৪ হাজার ৪৪০ টাকা নগদ প্রদান করা হয়। অনুষ্ঠানে মির্জাপুর ইউপি চেয়ারম্যান মো. ওমর আলী, গণমাধ্যম কর্মী, ফেডারেশনের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি প্রমুখ উপস্থিত ছিলেন।

পঞ্চগড় প্রতিনিধি