বগুড়ায় ভাষা সৈনিক গাজীউল হকের মৃত্যুবার্ষিকী পালন
বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সাবেক সদস্য ও সুপ্রিম কোর্টের সাবেক সিনিয়র এ্যাডভোকেট প্রয়াত ভাষা সৈনিক বীর মুক্তিযোদ্ধা আ. ন. ম গাজীউল হকের ১২তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে বগুড়া জেলা তাঁতী লীগের উদ্যোগে শহরের গোয়ালগাড়ী মরহুমের নিজ বাড়িতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় নেতারা মরহুমের কবরে পুস্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে কবর জিয়ারত করেন।
এতে উপস্থিত ছিলেন মরহুমের ছেলে জেলা আওয়ামী লীগের সদস্য রাহুল গাজী, জেলা তাঁতী লীগের সভাপতি নুরুজ্জামান সোহেল, সাধারণ সম্পাদক রাশেকুজ্জামান রাজন, সহ-সভাপতি নাজমুল হক সজীব, সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম সেলিম, দপ্তর সম্পাদক মামুনুর রশিদ মামুন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক লুৎফর রহমান, জামশেদ প্রমুখ।
উল্লেখ্য, ২০০৯ সালের ১৭জুন তিনি মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন ১৯৫২ সালের বাংলা ভাষা আন্দোলনের সক্রিয় কর্মী, ৫২’র ২১ ফেব্রুয়ারি ১৪৪ ধারা ভঙ্গকারীদের অন্যতম।
মহান এই ভাষা সৈনিক ১৯২৯ সালের ১৩ ফেব্রুয়ারি ফেনী জেলার ছাগলনাইয়া থানার নিচিন্তা গ্রামে জন্মগ্রহন করেন। রাজনীতি সংগ্রাম ছিল তার রক্তে। বাবা মওলানা সিরাজুল হক ছিলেন সে সময়ের কংগ্রেস ও খেলাফত আন্দোলনের একজন সক্রিয় কর্মী। মা নূরজাহান বেগম।
গাজীউল হক ছিলেন একাধারে সাহিত্যিক, গীতিকার এবং ভাষা সৈনিক।
পড়াশুনা ম্যাট্রিকুলেশন, আইএ বগুড়ায়। বিএ অনার্স, এমএ ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ভাষা আন্দোলনে নেতৃত্ব দানের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপ তার এমএ ডিগ্রি কেড়ে নেয়। পরবর্তীতে ছাত্রনেতাদের আন্দোলনে এমএ ডিগ্রি ফেরত দিতে বাধ্য হয়।
তিনি বগুড়ায় অধ্যয়নকালে ভাষা বিজ্ঞানী মুহম্মদ শহীদুল্লাহর সংস্পর্শে আসেন। এই সময় তিনি বাম রাজনীতিতে জড়িয়ে পড়েন। বঙ্গীয় মুসলিম ছাত্রলীগ বগুড়া জেলা শাখার যুগ্ম সম্পাদক হন।

ষ্টাফ রিপোর্টার