বিদায়ী জেলা প্রশাসকের পরিবারে সদস্যদের সুস্থ্যতা কামনা
পঞ্চগড়ের বিদায়ী জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিনের স্কুল পড়ুয়া দুই সন্তান প্রিয়ন্ত ও টিপ করোনা আক্রান্ত। স্বাস্থ্যবিভাগ কর্তৃক জেলা প্রশাসক ও তাঁর স্বামী বিজ্ঞ জেলা ও দায়রা জজ মো. শরীফ হোসেন হায়দারের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য দিনাজপুর এম আব্দুর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিনের বদলীজনিত কারণে বিদায় উপলক্ষে শনিবার সকালে পঞ্চগড় প্রেস্লোব মিলনায়তনে এক সংবর্ধনা আয়োজন করা হয়। অবশেষে পারিবারিক করোনা ঝুঁকির কারণে জেলা প্রশাসক উক্ত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি।
তবে জেলা প্রশাসকের দুই সন্তানের অসুস্থতা এবং তার পরিবারের জন্য দোয়া প্রার্থনায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাদ জাহান ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল মান্নান সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হন।
এ সময় জেলা প্রশাসকের পরিবারের সদস্যদের সুস্থ্যতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন পঞ্চগড় প্রেসক্লাবের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক এবং নয়াদিগন্তের পঞ্চগড় প্রতিনিধি আলহাজ্ব আসাদুজ্জামান আসাদ।
এ সময় পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি সফিকুল আলম, সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, স্থায়ী কমিটির সদস্য হাসান আলী মিঞা, আতাউর রহমান রবি, জ্যৈষ্ঠ সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ, এস এ মাহমুদ সেলিম, বাবিুর রহমান সাবিব, কামুরল ইসলাম কামু, সামস উদ্দিন চৌধুরি কালামসহ পঞ্চগড় প্রেসকাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

পঞ্চগড় প্রতিনিধি