বগুড়ায় মূক-বধির বিদ্যালয়ে পরিদর্শন করেন ভারতীয় সহকারি হাইকমিশনার
বগুড়া মূক-বধির বিদ্যালয়ে পরিদর্শন করেন ভারতীয় সহকারি হাইকমিশনার সঞ্জীব কুমার ভাট্টি।
আজ শনিবার দুপুরে তিনি এই বিদ্যালয় পরিদর্শনে আসেন। এসময় সহকারি হাইকমিশনার মাঠে একটি ত্বীন গাছের চারা রোপন করেন। পরে তিনি ছাত্র-ছাত্রীদের মাঝে বক্তব্য রাখেন।
মি. ভাট্টি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, প্রতিবন্ধী শিশুরা এখন আর সমাজের বোঝা নয়। তারাও এখন বিভিন্ন ক্ষেত্রে মেধার স্বাক্ষর রাখছে। প্রতিবন্ধীদের প্রতি অবহেলা না করে সবাইকে সহযোগীতার হাত বাড়াতে বলেন তিনি। এসময় তিনি বিদ্যালয়ের উন্নয়নের জন্য ভারত সরকারের অনুদানের আশ্বাস দেন।
এসময় উপস্থিত ছিলেন বগুড়া পৌরসভার ৩ নং ওয়াড় কাউন্সিলর কবিরাজ তরুণ কুমার চক্রবর্তী, জেলা যুবলীগের সভাপতি ও বিদ্যালয় পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শুভাশীষ পোদ্দার লিটন, প্রধান শিক্ষক আতাউর রহমান সহ আরো অনেকে।

ষ্টাফ রিপোর্টার