পঞ্চগড়ে ৭১৫টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে ঘরের চাবি হস্তান্তর
মুজিববর্ষ উপলক্ষে ২য় পর্যায়ে পঞ্চগড়ে ৭১৫টি ভুমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে।
আজ রোববার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের সকল উপজেলা পরিষদ মিলনায়তনে একযোগে এসব ঘর হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় পঞ্চগড় সদর উপজেলা পরিষদ হলরুমে ঘর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপকারভোগীদের মাঝে ঘরের চাবি হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিন, জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রাকিবুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেনসহ সরকারী কর্মকর্তা, গণমাধ্যম কর্মী ও উপকার ভোগীরা উপস্থিত ছিলেন।

পঞ্চগড় প্রতিনিধি