পঞ্চগড়ে নতুন করে আরও ৯ জনের করোনা শনাক্ত
পঞ্চগড়ে গত ২৪ ঘন্টায় নতুন করে ৯ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৬ জন, তেতুঁলিয়ায় ২ জন এবং দেবীগঞ্জে ১ জন।
১৬-১৭ জুন ৪৭টি নমুনা সংগ্রহ করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে র্যাপিট এন্টিজেন টেষ্ট পরীক্ষায় ৩২ জনের নমুনায় ৬ জনের এবং দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ১৫ জনের নমুনা পাঠানোর পর ৩ জনেরসহ ৯ জনের করোনা পজেটিভ আসে। ৪৭টি নমুনা পরীক্ষার বিপরীতে করোনা শনাক্তের হার ১৯ দশমিক ১৪ শতাংশ।
চলতি মাসে এ পর্যন্ত মোট ৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। সিভিল সার্জন ডা. মো ফজলুর রহমান রবিবার সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, গত ১৬ই জুন জেলা প্রশাসকের স্কুল পড়–য়া ছেলে প্রিয়ন্ত করোনায় আক্রান্ত হওয়ার পরে ১৭ই জুন জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিন, তাঁর স্বামী জেলা ও দায়রা জজ শরীফ হোসেন হায়দার এবং একমাত্র কন্যা টিপের নমুনা সংগ্রহ করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে ১৮ই জুন টিপের পজেটিভ রিপোর্ট এলেও শনিবার রাতে জেলা প্রশাসক এবং জেলা ও দায়রা জজের করোনা নেগেটিভ এসেছে। তবে এখন পর্যন্ত আক্রান্ত কারো শরীরে ভারতীয় ডেল্টা ধরণের অস্তিত্ব পাওয়া যায়নি বলে তিনি জানান।

পঞ্চগড় প্রতিনিধি