পঞ্চগড়ে সড়ক দূর্ঘটনায় নিহত ২
পঞ্চগড়ে সড়ক দূর্ঘটনায় সিএনজির দুই যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে চালকসহ আরও দুই জন।
শনিবার রাতে বাংলাবান্ধা-তেঁতুলিয়া মহাসড়কের রণচন্ডী নামক এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে শাহিন হোসেন (৩০) ও একই ইউনিয়নের ঝালিঙ্গীগছ গ্রামের আব্বাস আলীর ছেলে জাকির হোসেন (৩০)। দূর্ঘটনায় আহত হয়েছেন একই ইউনিয়নের দেবুপাড়া এলাকার আহম্মদ আলীর ছেলে রুহুল আমিন (৩৮) ও পাথরঘাটা এলাকার আনারুল হকের ছেলে আশরাফুল ইসলাম (২৮)।
পুলিশ ও স্থানীয়রা জানান, তিন জন যাত্রী নিয়ে একটি সিএনজি বাংলাবান্ধা থেকে তেঁতুলিয়ার দিকে আসার সময় বাংলাবান্ধা-তেঁতুলিয়া মহাসড়কের রণচন্ডী বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রলির পেছনে ধাক্কা দেয়। এতে সিএনজির চালকসহ ৪জন গুরুত্বর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এদের মধ্যে শাহিন ও জাকিরের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয় বলে আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. সিরাজউদৌলা পলিন নিশ্চিত করেছেন।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছায়েম মিয়া দূর্ঘটনায় দুই জন নিহতের বিষয়টি নিশ্চিত করেন। এ ঘটনায় তেঁতুলিয়া মডেল থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

পঞ্চগড় প্রতিনিধি