শাজাহানপুরে জমিসহ ঘর পেলেন ১৩ পরিবার
মুজিব শতবর্ষ উপলক্ষে দ্বিতীয় দফায় জমিসহ ঘর পেলেন বগুড়ার শাজাহানপুর উপজেলার ১৩ পরিবার।
আজ রোববার সকাল ১১টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ঘরগুলো হস্তান্তর করেন। এ সময় সারাদেশে তালিকাভুক্ত ৫৩ হাজার ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে বিনামূল্যে ঘর হস্তান্তর করা হয়।
উপজেলা পরিষদের হলরুমে প্রধানমন্ত্রী সঙ্গে ভিডিও কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন শাজাহানপুর উপজেলা চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু, উপজেলা নির্বাহী অফিসার আসিফ আহমেদ, সহকারি কমিশনার (ভূমি) মোঃ আশিক খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালেবুল ইসলাম তালেব , বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও উকারভোগী পরিবারের সদস্যরা অংশ নেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মুজিব শতবর্ষ উপলক্ষে আশ্রয়ণ প্রকল্প-২- এর আওতায় উপজেলার মাঝিরা ইউনিয়নের ডোমনপুকুর বোদা পাড়ায় ১৩ টি গৃহহীন পরিবারের জন্য এ ঘর নির্মাণ করা হয়। প্রতি পরিবারের জন্য দুই শতক যায়গার উপর দুটি চৌচালা বিশিষ্ট লাল রঙ্গিন ঢেউ টিনের ঘর তাতে দুটি করে জানালা ও দরজা,ইটের দেয়াল এবং পাকা মেঝে রয়েছে। এছাড়া বারান্দা এবং আলাদা স্থানে রান্না ঘর ও টয়লেট সেইসাথে বিদ্যুৎ সংযোগ ও পানির সুব্যবস্থা রয়েছে।

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি