সাপাহারে ভূমিহীনদের ৬০টি বাড়ি উপহার দিলেন প্রধানমন্ত্রী
‘বাংলাদেশের এক জন মানুষও গৃহহীন থাকবে না’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর সাপাহারে মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী ভূমিহীন গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম ২য় পর্যায়ের শুভ উদ্বোধন ঘোষনা করেছেন।
রোববার সকাল ১০ টায় উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে এই উপজেলায় ২য় পর্যায়ে ৬০ টি ভূমিহীন-গৃহহীন পরিবারের মাঝে গণভবণ থেকে ভার্চুয়ালী ঘর প্রদানের শুভ উদ্বোধন ঘোষনা করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরো যুক্ত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় খাদ্য মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার।
প্রধানমন্ত্রী’র পক্ষ থেকে এসময় গৃহহীন পরিবারকে জমির দলিল হস্তান্তর করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নওগাঁ মিল্টন চন্দ্র রায়, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন,সহকারী কমিশনার (ভূমি) সোহরাব হোসেন।
আরো উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা মজিবুর রহমান,থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী, সাধারণ সম্পাদক মাসুদ সারোয়ার,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব ওমর আলী, জেলা পরিষদের সদস্য মন্মথ সাহা, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার, সদর ইউপি চেয়ারম্যান আকবর আলী, বিশিষ্ট সমাজসেবক আব্দুল বারী শাহ্ চৌধুরী প্রমূখ।
উল্লেখ্য, প্রথম ধাপে এই উপজেলায় ১২০ জন গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান করা হয়েছে। দ্বিতীয় ধাপে ৬০ টি সহ মোট ১৮০ টি পরিবার পেলেন তাদের নতুন ঠিকানা।

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: