পোরশায় ৭১জন গৃহহীন পরিবার পেলেন পাকা বাড়ি
নওগাঁর পোরশায় মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে আবারো নতুন করে পাকা ঘর পেলেন ৭১টি ভূমিহীন ও গৃহহীন পরিবার। রোববার বেলা সাড়ে ১০টায় প্রধান অতিথি হিসাবে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপকারভোগী গৃহহীন পরিবারের মাঝে ঘরগুলো হস্তান্তরের উদ্বোধন করেন। আর আগে বিশেষ অতিথি হিসাবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি।
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হামিদ রেজার সভাপতিত্বে গৃহহীন পরিবারের মাঝে বাড়ি হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন মোল্লাহ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দোস্তদার হোসেন প্রমুখ।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে আশ্রয়ন প্রকল্পের আওতায় গৃহহীন ও ভূমিহীন পরিবারকে পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে পোরশা উপজেলায় প্রথম ধাপে ৫৪টি গৃহহীন পরিবারের মাঝে ঘর হস্তান্তর করা হয়েছিল। চলমান কার্যক্রমের দ্বিতীয় ধাপে গতকাল ৭১টি গৃহহীন পরিবারের মাঝে ঘর হস্তান্তর করা হলো। এর মধ্যে নিতপুর ইউপিতে ৬৭টি, ছাওড় ইউপিতে৪টি। সর্বমোট ১লক্ষ ৯০হাজার টাকা ব্যায়ে নির্মিত প্রতিটি ঘর একই আদলে নির্মাণ করা হয়েছে।

অনলাইন ডেস্ক