করোনা: বগুড়ায় ২ বৃদ্ধসহ ৩জনের মৃত্যু
বগুড়ায় থামছে না করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা। জয়পুরহাট থেকে করোনার চিকিৎসা নিতে দুই বৃদ্ধসহ নতুন করে মারা গেছেন আরো তিনজন। আক্রান্ত হয়েছে ৭৪ জন। এই নিয়ে জেলায় গত ৫দিনে মৃত্যু হলো ১৬ জনের। এর মধ্যে অর্ধেকই জয়পুরহাট, নওগাঁ ও নাটোরের বাসিন্দা।
এই নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন ১২ হাজার ৮৭২জন এবং সুস্থতার সংখ্যা ১২ হাজার ১৭৬ জন। এছাড়া নতুন করে ৩জনের মৃত্যু নিয়ে জেলায় মোট মৃত্যু হলো ৩৪৫ জনের।
বগুড়া সিভিল সার্জন কার্যালয় থেকে জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় (১৯ জুন) বগুড়ায় চিকিৎসা নিতে এসে টিএমএসএস হাসপাতালে জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার বাসিন্দা আব্দুল ওয়াদুদ (৬৭), সরকারি মোহাম্মদ আলী হাসপাতালে বগুড়া সদর উপজেলার মনছের আলী (৫৫) এবং শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার বাসিন্দা মোঃ আব্দুল ওয়াদুদ (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
রোববার বিকালে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা: মোস্তাফিজুর রহমান জানান, ৩৪৬ নমুনার ফলাফলে নতুন করে ৭৪ জন করোনায় শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ২১ দশমিক ৩৮ শতাংশ। একই সময়ে সুস্থ হয়েছেন ১৭জন।নতুন আক্রান্ত ৭৪ জনের মধ্যে বগুড়া সদর উপজেলায় ৫১জন, সোনাতলায় ৭জন, শেরপুরে ৫জন, শাজাহানপুরে ৪জন, আদমদীঘিতে ৩জন, গাবতলীতে ২জন, শিবগঞ্জ ও সারিয়াকান্দি উপজেলায় ১জন করে। ১৯জুন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৩৩৮টি নমুনায় ৭১ জনের পজিটিভ এসেছে। টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৮নমুনায় ৩জন করোনায় পজিটিভ শনাক্ত হয়েছেন।

ষ্টাফ রিপোর্টার