শাজাহানপুরে বেকার নারীদের বিউটিফিকেশন প্রশিক্ষণ
বগুড়া শাজাহানপুরে বেকার যুবনারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৯ দিনব্যাপী বিউটিফিকেশন প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ করা হয়েছে।
রবিবার বেলা ৪ টায় উপজেলা কৃষি সেমিনার কক্ষে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আসিফ আহমেদের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠান ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ভিপি এম সুলতান আহমেদ,মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা।এ সময় উপস্থিত ছিলেন কোর্স সমন্বয়ক উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা শাহজাহান রেজা, ইউডিএফ কর্মকর্তা ফারজানা পারভীন প্রমুখ।
উল্লেখ্য, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) এর আওতায় উপজেলার ২৫ জন বেকার যুবনারীদের এ প্রশিক্ষণ দেওয়া হয়।

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি