বগুড়ায় করোনায় আরও ৫ জনের মৃত্যু
বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৮৪ জন এবং সুস্থ হয়েছেন ২৯ জন।
সোমবার দুপুরে এ তথ্য জানিয়েছেন বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন।
জানা যায়, গত ২৪ ঘণ্টায় ২১৯ জনের নমুনা পরিক্ষা করে ৮৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ জন। এনিয়ে বগুড়ায় করোনায় ৩৫০ জনের মৃত্যু হলো। আর মোট আক্রান্তের সংখ্য ১২ হাজার ৯৫৬ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ১২ হাজার ২১১ জন। এখন চিকিৎসাধীন আছেন ৩৯৫ জন।

অনলাইন ডেস্ক