শাজাহানপুরে অনলাইন প্লাটফর্ম ব্যবহারে শিক্ষক প্রশিক্ষণ
বগুড়া শাজাহানপুরে কোভিড-১৯ পরিস্থিতিতে উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ১৫৬ জন শিক্ষকদের সরকারী নীতিমালা অনুযায়ী অনলাইন প্লাটফর্মে শিক্ষা কার্যক্রম চলমান শীর্ষক প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা সাড়ে ৪ টায় উপজেলা ডোমন পুকুর আমিনীয়া কামিল মাদ্রাসায় শেখ রাসেল ডিজিটাল ল্যাব এ প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠিত হয়।
এতে প্রধান হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা । কোর্স সমন্বয়ক উপজেলা সহকারী প্রোগ্রামার মোস্তাফিজুর রহমান,ইউডিএফ কর্মকর্তা ফারজানা পারভীন প্রমুখ।
উল্লেখ্য,উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) এর আওতায় ৬ টি ব্যাচে ১৫৬ জন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের" কোভিড-১৯ পরিস্থিতিতে অনলাইন প্লাটফর্মের মাধ্যমে শিক্ষা কার্যক্রম চলমান রাখা এবং সরকারী নীতিমালা অনুযায়ী সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার বৃদ্ধিতে এ প্রশিক্ষণ দেওয়া হয়।

শাজাহানপুর বগুড়া প্রতিনিধি