বগুড়ায় অত্যাধুনিক ভবন গড়ার প্রত্যয়ে আকবরিয়া সেফ হোম
বগুড়ায় অত্যাধুনিক সুপরিকল্পিত ও মনোরম পরিবেশে বহুতল ভবন নির্মাণের প্রত্যয়ে আকবরিয়া সেফ হোম। আকাশ ছোঁয়া স্বপ্ন, নিরাপদ আশ্রয় স্থলের জন্য সমস্ত অনুভূতির উৎসের প্রায় সবটায় যেন সেই তুমি, এমন অনুভূতি নিয়েই আকবরিয়া সেফ হোম এগিয়ে যাচ্ছে স্বপ্নের ঠিকানা বিনির্মানে। স্বপ্নের এ আবাসনে একা একা দাঁড়িয়ে সে সুখের কথা ভাবতে ভাবতে তার রবীন্দ্রসঙ্গিত শোনার ইচ্ছে জাগরিত হবে।
‘‘তোমারেই যেন ভালোবাসিয়াছি শত রূপে শতবার
জনমে জনমে যুগে যুগে অনির্বার।
চিরকাল ধরে মুগ্ধ হৃদয়ে গাঁথিয়াছে গীতাহার-
কত রূপ ধরে পরেছ গলায়, নিয়েছে সে উপহার
জনমে জনমে যুগে যুগে অনির্বার।’’
রবীন্দ্রসঙ্গিতের মত করে সে নিজে ভেবে নিল তার এই পাতাবাহারের ব্যালকোনী ছেড়ে আর অন্য কোথাও বসত করার ইচ্ছে নেই।
যুগ যুগ ধরে এই নীল আকাশ দেখতে চায়, দিনের আকাশে পাখি, রাতের আকাশে পূর্ণিমা। তার হাতের কাছে সব পাওয়া যাবে এটাই জীবনের সার্থকতা। শহুরে কোলাহল ছেড়ে নিজের মত করে গুছিয়ে নিতে পারবে আকবরিয়া সেফ হোমের একটি ফ্যাট। প্রাকৃতিক নৈসর্গিক দৃশ্য, সুনিপূণ ছায়া ঘেরা, বৃক্ষের ডালে পাখি উড়া, শীতকালে সবুজ মাঠের পরে শিশির বিন্দু, বসন্তকালে বউরি পাখির কিচিরমিচির কিম্বা সংসারের প্রয়োজনীয়তা সহজেই মিটিয়ে নিতে পারবে এমন জায়গাতে আবাসিক ভবন নির্মান করতে যাচ্ছে আকবরিয়া সেফ হোম। হৃদয়ের পূর্ণতা পেতে আকবরিয়া সেফ হোমের ব্যালকোণী থেকে পাখিদের সাথে গান ধরার প্রত্যাশা জাগছে অনেকেরই। পাখিকে বলবে আমার ব্যালকোনী তোমার গান করার মাঠ হোক। ব্যালকোনীতে দাঁড়িয়ে রবীন্দ্রসঙ্গিত শুনতে শুনতেই আকাশে অন্ধকার দেখে।
আকবরিয়া সেফ হোমের নান্দনিকতা যে কাউকে সহজেই স্পর্শ করবে। নিরাপদ ইটের গাথুঁনি, শতভাগ হালাল জমির উপরে আবাসন, কঠোর নিরাপত্তা, শিক্ষা প্রতিষ্ঠান, ইবাদতের স্থান, সহজ দাম, প্রাকৃতিক নৈসর্গিক দৃশ্য, মানবিক আচরণ সাধারণ মানুষকে বিমোহিত করবে। মৌলিক চাহিদার একটি বাসস্থান, আর এই বাসস্থান যদি হয় নিরাপদ, আর তাতে বসবাস করে পরিবার যদি থাকে সুখে তবে সে মানুষই হয়ে উঠে বিচক্ষণ ও শান্তির পায়রা। আকবরিয়া সেফ হোমের চেয়ারম্যান হাসান আলী আলালের সাথে আলাপকালে জানান, স্বপ্ন এখন শান্তির পায়রা বিচরণ করে এমন ফ্যাট গড়া। যেখানে মানুষ তার মৌলিক অধিকারের সাথে আজীবন বসবাস করে যেতে পারে। সেই লক্ষ্যকে সামনে রেখে আকবরিয়া সেফ হোম কর্তৃপক্ষ এগিয়ে চলছে। গড়ে তুলতে যাচ্ছে বগুড়ায় সেরা মানের সেরা ফ্যাট। আকবরিয়া সেফ হোমে পানি, গ্যাস, বিদ্যুৎ, টেলিফোন , পোস্ট অফিস, ফায়ার সার্ভিস, পুলিশ স্টেশন/ফাঁড়িসহ প্রয়োজনীয় চাহিদা সমূহ কোম্পানী ও সরকারি নীতিমালা অনুযায়ী পূরন করবে। আকবরিয়া লিমিটেড শত বছরের সুনাম যেমন অক্ষুন্ন রেখেছে ঠিক এমনিভাবে এ প্রতিষ্ঠানটিও সামাজিক দায়বদ্ধতার আলোকেই পরিচালিত হবে।
ইতিমধ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জয়েন্ট স্টক অব কোম্পানীজ এর অনুমোদন পেয়ে গড়ে উঠছে আকবরিয়া সেফ হোম।

প্রেস বিজ্ঞপ্তি