স্বচ্ছ প্রাকৃতিক পরিবেশের জন্য বৃক্ষ রোপন ও পরিচর্যা অপরিহার্য
শিক্ষা মন্ত্রণালয় নির্দেশ মোতাবেক বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ বগুড়া প্রতিষ্ঠান প্রাঙ্গণে মঙ্গলবার সকাল ১১টায় বৃক্ষরোপন করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু, সহকারী প্রধান শিক্ষক ইয়াসমিন সুলতানা, কলেজ শাখার শিক্ষক প্রতিনিধি শহিদুল ইসলাম, স্কুল শাখার শিক্ষক প্রতিনিধি আঞ্জুয়ারা খাতুন, কলেজ শাখার ইনচার্জ অপূর্ব কুমার মজুমদার, প্রাথমিক শাখার ইনচার্জ অমৃত লাল সরকার, প্রভাষক উৎপল আকাশ, সহকারী লাইব্রেরীয়ান ওয়ালিউল আলম, প্রদর্শক মোঃ আতাউজ্জামান, সহকারি শিক্ষক খোরশেদ আলম বাবু সহ অন্যান্য শিক্ষক ও কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।
বৃক্ষরোপণকালে পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু বলেন, স্বচ্ছ প্রাকৃতিক পরিবেশের জন্য বৃক্ষ রোপন ও পরিচর্যা অপরিহার্য। কর্মসূচিতে পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে বিভিন্ন স্থানে দুই শতাধিক ঔষধি ফলজ ও বনজ বৃক্ষ রোপন করা হবে বলেও তিনি জানান।
ক্যাপসনঃ শিক্ষা মন্ত্রণালয় নির্দেশ মোতাবেক বগুড়া পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে মঙ্গলবার সকাল ১১টায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন অত্র শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু।

প্রেস বিজ্ঞপ্তি