আদমদীঘিতে ধর্ষনের চেষ্টা মামলার আসামী গ্রেফতার
বগুড়ার আদমদীঘিতে গৃহবধুকে ধর্ষনের চেষ্ঠা মামলার অসামী আজিজুল হক (৪৫) কে পুলিশ গত (২০জুন) রবিবার রাতে গ্রেপ্তার করে আদালতে প্রেরন করেছেন। আজিজুল হক উপজেলার মঙ্গলপুর গ্রামের আব্বাছ আলীর পুত্র।
আদমদীঘির সাওইল পশ্চিম পাড়ার এক গৃহবধুকে উপজেলার মঙ্গলপুর গ্রামের আব্বাছ আলীর পুত্র আজিজুল হক প্রায় ঔ গৃহবধুকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। গত (১৭ মে) দুপুর দেড়টার সময় গৃহবধু তার বাবার বাড়ীতে যায় এসময় লম্পট আজিজুল হক দেখতে পেয়ে কিছুক্ষন পর তার বাবার বাড়ীতে গৃহবধুর মাতাকে খোজার নাম করে বাড়ীতে প্রবেশ করে। গৃহবধুকে একা দেখে টাকার প্রলোভন দিলে টাকা নিতে অস্কৃতি জানালে ভিকটিমকে জোড়পূর্বক তার বাবার শয়ন ঘড়ে নিয়ে ধর্ষনের চেষ্ঠা করে। এসময় গৃহবধু চিৎকার করলে প্রতিবেশীরা এগিয়ে আসলে কৌশলে আজিজুল হক পালিয়ে যায়। এঘটনায় গত (২৫ মে) গৃহবধু বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
মামলার তদন্দকারী অফিসার এসআই প্রদীপ বলেন ধর্ষনের চেষ্ঠা মামলায় আসামী আজিজুল হক কে গ্রেফতার করে আদালতে প্রেরন করা হয়েছে।

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি