বগুড়ায় আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
সংগ্রাম ও অর্জনে বাংলাদেশ আওয়ামী লীগের গৌরবময় পথ চলার ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।আজ বুধবার শহরের টেম্পল রোড দলীয় কার্যালয়ের বগুড়া জেলা আওয়ামী লীগের আয়োজনে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।সকাল ৮ টার দিকে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিককৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়।
করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় সরকারি নির্দেশনা যথাযথ প্রতিপালনের জন্য প্রতিষ্ঠাবার্ষিকীর সংপ্তি কর্মসূচিতে সমাপনী বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ড. মকবুল হোসেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মকবুল হোসেন মুকুল, এডভোকেট আমানউল্লাহ আমান, প্রদীপ কুমার রায়, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মোহন, একেএম আসাদুর রহমান দুলু, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার আরিফ ওপেল, অ্যাডভোকেট জাকির হোসেন নবাব, দপ্তর সম্পাদক আল রাজি জুয়েল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শেরিন আনোয়ার জর্জিস, মহিলা বিষয়ক সম্পাদিকা নাসরিন রহমান সীমা, যুব ও ক্রীড়া সম্পাদক মাশরাফি হিরো, শিল্প ও বানিজ্য সম্পাদক তপন চক্রবর্তী, সাংস্কৃতিক সম্পাদক এসএম শাহজাহান, উপ-দপ্তর সম্পাদক খালেকুজ্জামান রাজা, জেলা আওয়ামী লীগের সদস্য আবু সেলিম, এম এ বাসেদ, আতিকুর রহমান দুলু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান শফিক, সাধারণ সম্পাদক মাফুজুল ইসলাম রাজ, অধ্য শহিদুল ইসলাম দুলু, অধ্য শামসুল আলম জয়, অধ্য আহসানুল হক, সাইফুল ইসলাম বুলবুল, রোমানা আজিজ রিংকি, আলমগীর হোসেন স্বপন, আলতাফুর রহমান মাসুক, কামরুল হুদা উজ্জল, জেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুস সালাম, জেলা কৃষক লীগের সভাপতি আলমগীর বাদশা, সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক মঞ্জু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্ত, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ডালিয়া নাসরিন রিক্তা, ছাত্রলীগের সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস, জেলা তাঁতী লীগের সাধারন সম্পাদক রাশেদুজ্জামান রাজন, প্রমুখ।

ষ্টাফ রিপোর্টার